আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
ছাত্র মজলিসের দুই দিন ব্যাপী সম্মেলন সমপন্ন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দুইদিনব্যাপী কেন্দ্রীয় সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন মুহাম্মাদ রায়হান আলী।
সারাদেশের সদস্যদের দেওয়া প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও ছাত্র মজলিসের প্রাক্তন সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে কার্যক্রম পরিচালনা করেন সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবদুল জলিল ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আবদুল কাদের।
আজ (১০ সেপ্টেম্বর) শনিবার বেলা ১২ টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলে ২০ আগষ্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের সদস্যদের ভোট গ্রহণ শেষে ‘কেন্দ্রীয় সভাপতি নির্বাচন- ২০২২ এর ফলাফল সকল সদস্যদের উপস্থিতিতে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে নবনির্বাচিত সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলীল, ড.মোস্তাফিজুর রহমান ফয়সল,সংগঠনের সাবেক সভাপতি মুফতী মুহাম্মদ হুজায়ফা, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মনসুরুল আলম মনসুর।
নব-মনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের সাবেক ক্যাম্পাস ও প্রশিক্ষণ সম্পাদক কে এম জে বিন আজাদ, সাবেক বায়তুলমাল সম্পাদক এইচএম এরশাদ, সাবেক প্রশিক্ষন সম্পাদক মুহাম্মদ শাহীন, সাবেক প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জারির হোসাইন, সংগঠনের বায়তুলমাল ও পপ্রচার সম্পাদক কে এম ইমরান হুসাইন, অফিস প্রকাশনা সম্পাদক আলমীগর হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি ঈসমাইল খন্দকার, সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, মৌলভীবাজার শহর সভাপতি হাসান আহমদ খান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহসান আহমদ খান।