ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
রাজধানীতে পাকিস্তানি নাগরিকসহ আটক ছয়জন পাঁচদিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরা ও মিরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাকিস্তানি নাগরিকসহ আটক ছয়জনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন চাঁদপুরের মো. জাহাঙ্গীর (৪৫), পটুয়াখালীর মো. মামুনুর রশিদ (৪৬), কক্সবাজারের আবদুল খালেক (৫৫), ভোলার কামরুল ইসলাম ওরফে হৃদয় খান (২৮) ও খাগড়াছড়ির আবু সুফিয়ান (৪৮) এবং পাকিস্তানি আবদুল্লাহ সেলিম (৪২)।
এর আগে দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আটক ছয়জনকে বিমানবন্দর থানা পুলিশ হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে র্যাব। তাঁদের কাছ থেকে এক কোটি ভারতীয় রুপি এবং ছয় লাখ ২৪ টাকা, ২১টি পাকিস্তানি পাসপোর্ট ও নকল স্ট্যাম্প জব্দ করা হয় বলে র্যাব জানায়।
র্যাবের দাবি, আটক ব্যক্তিরা মানবপাচার, জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত। এঁদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক।