শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সাঈদীর ফাঁসি চাইবে রাষ্ট্রপক্ষ

saidy-2নিজস্ব প্রতিবেদকঃ জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। আমৃত্যু কারাদ-ের পরিবর্তে তার মৃত্যুদ- চাওয়া হবে। মঙ্গলবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এটর্নি জেনারেল মাহবুবে আলম এ তথ্য জানান। তিনি বলেন, সাঈদীর রায় পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে রিভিউ আবেদন করা হবে। রিভিউতে সাঈদীর ফাঁসির জন্য আবেদন করা হবে।

গত ৩১শে ডিসেম্বর সাঈদীর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদ- দিলেও আপিল বিভাগে সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতামতের ভিত্তিতে দেয়া রায়ে তাকে আমৃত্যু কারাদ- দেয়া হয়। ৫ বিচারপতির বেঞ্চের তিন বিচারপতি তার স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদ- দেন। এক বিচারপতি তাকে মৃত্যুদ- দেন। অন্য এক বিচারপতি তাকে খালাস দেন।