আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
বিচার বিভাগের স্বাধীনতা হাত-পা বাঁধা সাঁতার কাটা মানুষের মতোঃ প্রধান বিচারপতি
নোয়াখালী প্রতিনিধিঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন, বিচার বিভাগকে সত্যিকার স্বাধীনতা না দিয়ে বিষয়টি শুধু মুখে ও কাগজে কলমে বললেই হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে একজন মানুষকে হাত-পা বেঁধে সাঁতার কাটতে সমুদ্রে ফেলে দেয়ার মতো একটি বিষয়।
বিচার বিভাগ স্বাধীন হলেও অর্থনৈতিকভাবে স্বাধীন হয়নি। বিচারালয়ে চেয়ার-টেবিল কেনার জন্য বরাদ্দ দেয়ার মতো ক্ষমতাটুকু প্রধান বিচারপতি কিংবা জেলা জজদের হাতে নেই। প্রশাসন বিচার বিভাগকে এ রকমই রেখে দিয়েছে বলে মত দেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, একসময় বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক ছিলো। আজ দু`পক্ষের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। উভয় পক্ষের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করে গরিব মানুষের কল্যাণে কাজ করতে হবে।
নোয়াখালীতে আদালতে পুরোনো মামলার জটের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুততার সঙ্গে সব মামলা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট আদালতের জজদেরকে নির্দেশনা দেন প্রধান বিচারপতি। এক্ষত্রে পুলিশ প্রশাসন, আইনজীবীদেরকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এর আগে তিনি অ্যাড. আহম্মদ উল্যা ফাউন্ডেশনের উদ্দ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান বিচারপতি বৃহস্পতিবার রাতে নোয়াখালী সার্কিট হাউজে অনুষ্ঠিত জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার।
এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ ২য়) মো. মাহতাব হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুরাদ এ মাওলা, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও পুলিশ সুপার ইলিয়াছ শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।