ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
করোনা উপসর্গ নিয়ে সিলেটে সাংবাদিক লিটন দাসের মৃত্যু
সিলেট প্রতিনিধি |
সিলেটে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বালাগঞ্জের সাংবাদিক লিটন দাস লিকন। রোববার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। সাংবাদিক লিটন দাস লিকন সিলেটের একটি অনলাইনের বালাগঞ্জ সংবাদদাতা ছিলেন। পাশপাশি তিনি বালাগঞ্জ প্রেসক্লাবের সদস্যও ছিলেন। তার বাড়ি উপজেলা সদরের চানপুর গ্রামে। বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন জানিয়েছেন- কয়েক দিন ধরে সর্দি, জ্বরে ভুগছিলেন লিকন। এজন্য গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্টের জন্য তার নমুনা দেয়া হয়।
রোববার সকালে তার শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে তাকে বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রেফার করা হলে স্বজনরা সিলেটে নিয়ে আসছিলেন। পথিমধ্যে মারা যান লিটন। শামসুদ্দিন হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. জন্মেজয় দত্ত জানান- হাসপাতান নিয়ে আসার আগেই লিকনের মৃত্যু হয়েছে