শিরোনাম :

  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ময়মনসিংহ ধোবাউড়ার সাংবাদিক সিরাজুল ইসলামের ইন্তেকাল

ময়মনসিংহ প্রতিনিধি |

ময়মনসিংহের ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মো. সিরাজুল ইসলাম আজ মঙ্গলবার (১৬ জুন) ভোরে ইন্তেকাল করেছেন। ভোর সাড়ে পাঁচ টায় ময়মনসিংহ নগরীর নেক্সাস হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর (আনুমানিক)।

সিরাজুল ইসলাম দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক সংবাদদাতা ও ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজন পত্রিকার বর্তমান প্রতিনিধি। গতরাত দশটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়।

সহকর্মী সাংবাদিক সিরাজুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম) নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং জেইউএম সভাপতি সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

ডিএন/জেএন/বিএইচ, ০৮ঃ৩০ এএম