ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
সাংবাদিক নান্নু খুন হয়েছেন?
নিজস্ব প্রতিবেদক |
রাজধানীর বাড্ডার আফতাব নগরের বাসায় ১৩ জুন অগ্নিদগ্ধ হয়ে দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যু হয়। এই ঘটনায় তার স্ত্রী, শাশুড়ি ও ইনফিনিটি গ্রুপের একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাজধানীর বাড্ডা থানায় মামলাটি দায়ের করেছেন নান্নুর ছোট ভাই নজরুল ইসলাম খোকন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১১ জুন রাত ১টার দিকে রাজধানীর বাড্ডার আফতাব নগরের বাসায় অগ্নিদগ্ধ হন নান্নু। পরে ১৩ই জুন সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মতামত দিন
ডিএন/জেএন/বিএইচ