শিরোনাম :

  • বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

লতিফুর রহমান আশাটুকু জাগিয়ে গেছেন

হারুন জামিল ◾

বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের দু’ধরণের চাপ মোকাবিলা করে চলতে হয়। সরকারের এবং ওনারদের। সরকার সব সময় চায় তাদের সমালোচনা যত কম হোক।গণমাধ্যম সরকারবান্ধব হোক। আর মালিকরা নিজেদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে এবং অহেতুক ঝামেলা এড়িয়ে চলতে চান। অথচ পেশাগত দিক বিবেচনা করলে সাংবাদিকতা যেমন চ্যালেঞ্জিং তেমনি সবদেশেই এন্টি স্টাবলিশমেন্ট পেশা। আগে সংবাদপত্র বের হতো রাজনৈতিক কারণে। এখন হয় ব্যবসা বাণিজ্যের দৃষ্টিভঙ্গিতে। দুয়ের মধ্যে পার্থক্য অনেক। এ কারণে এদেশে বহুদিনেও বেশিরভাগ গণমাধ্যম প্রাতিষ্ঠানিকতা পায়নি।

এর সাথে নতুন করে যুক্ত হয়েছে সাংবাদিকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি। গণমাধ্যমের এখন যে নিবু নিবু দশা আমার দৃষ্টিতে এর মূল কারণ এটাই। এসব প্রতিকূলতা পেরিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার যুগপৎ ব্যবসা সফল ও পাঠকপ্রিয়তা লাভ করেছে। পত্রিকা দুটির অগ্রগতির পেছনে মালিক লতিফুর রহমানের অবদান সবচেয়ে বেশি। তিনি চেয়েছেন তার পক্ষ থেকে পত্রিকায় কোন হস্তক্ষেপ না হোক। আমরা বরাবর সেটাই জেনে আসছি। পত্রিকা দুটি এর মূল মালিককে অনেকটা আড়ালে রেখেই নিয়মিত প্রকাশ হয়েছে। যা বিস্মিত হবার মতো। লতিফুর রহমানের সাথে আমার পরিচয় নেই।

কিন্তু একজন গণমাধ্যমকর্মী হিসাবে পেশাদার সংবাদমাধ্যমকে আমার ভালো লাগে। লতিফুর রহমান সে আশাটুকুই জাগিয়ে গেছেন। আমি তার মাগফিরাত কামনা করি।

হারুন জামিল, বিশেষ প্রতিনিধি, দৈনিক নয়াদিগন্ত

-ফেসবুক পোস্ট থেকে