ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
চলে গেলেন সাংবাদিক রাশীদ উন নবী বাবু
নিজস্ব প্রতিবেদক।
সিনিয়র সাংবাদিক রাশীদ উন নবী বাবু মারা গেছেন। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কিছুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৯ সালের এপ্রিলে তার অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে।
তিনি আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, ইনকিলাব, দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, দৈনিক বাংলার বাণী, এনটিভি, চ্যানেল ওয়ানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
ডিএন/জেএন/জেএএ/১০:২৩এএম/০৯০৭২০২০৮