ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
নতুন ভোটার সাড়ে ৪৩ লাখ
নিজস্ব প্রতিবেদক : ২০১৫-১৬ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ নাগরিক খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। যা বিদ্যামান ভোটারের ৪ দশমিক ৫ শতাংশ। বতর্মানে ইসির সার্ভারে ভোটার রয়েছেন ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ৩১ জানুয়ারি ইসি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২ জানুয়ারি সারাদেশের ২০১৫-১৬ সালের হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন- ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন। খসড়া তালিকা অনুযায়ী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ৫ শতাংশ।
আসাদুজ্জামান জানান, অন্তর্ভুক্ত ভোটারের মধ্যে পুরুষ– ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন এবং মহিলা ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন।
এ ছাড়া হালনাগাদে ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন মৃত ভোটারের নাম ভোটার তালিকা হতে কর্তন করা হয়েছে। এর মধ্যে পুরুষ- ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন এবং মহিলা ২ লাখ ৫০ হাজার ৭২ জন।
এদিকে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম জানান, প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি আপত্তি নিষ্পত্তির পর ২০১৬ সালের ৩১ জানুয়ারি হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এর আগে ভোটার তালিকা জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের (উপজেলা/থানা নির্বাচন) অফিস, রিভাইজিং অথরিটির কার্যালয়, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড অফিস/ক্যান্টনমেন্ট বোর্ড অথবা রেজিস্ট্রেশন কেন্দ্র অথবা জনগুরুত্বপূর্ণ স্থানে ভোটার তারিকায় টানিয়ে রাখা হবে।
প্রকাশিত তালিকায় ভোটাদের বিষয়ে যদি কোনো দাবি, আপত্তি থাকে এবং সংশোধনের প্রয়োজন হলে ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
২২ জানুয়ারি মধ্যে দাবি আপত্তি নিষ্পত্তি করে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।