শিরোনাম :

  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী

Hasina-3নিউজ ডেস্ক: চলতি অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ এক অন্য বাংলাদেশ। পাঁচ বছর আগেও যা ছিল, এখন তার আমূল পরিবর্তন হয়েছে। এটা বদলে যাওয়া বাংলাদেশ।

তিনি রবিবার সকালে রাজধানীর হোটেল রেডিসনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। যে কোনো অসাধ্য সাধনে তারা আরো বেশি আত্মপ্রত্যয়ী ও সংকল্পবদ্ধ।’

তিনি বলেন, ‘বিনিয়োগ বোর্ডের চেয়ারপারসন হিসেবে আমি বলতে চাই- বিনিয়োগের জন্য আপনাদের সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।’

তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী ব্যাপক অনিশ্চয়তা আর অর্থনৈতিক মন্দাসহ সব প্রতিকূলতা উপেক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গত ৭ বছর ধরে বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধি শুধু ধরেই রাখেনি, ক্রমাগতভাবে তা এগিয়েও নিয়ে গেছে।’

প্রধানমন্ত্রী জানান, ‘গত অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি ছিল ৬.৫১ শতাংশ। আগের ৫ বছরের গড় প্রবৃদ্ধি ছিল ৬.২ শতাংশ। চলতি অর্থবছরে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছি।’

তিনি বলেন, ‘অর্থবছরের অর্ধেক সময় পেরিয়ে যে ধারণা পাওয়া যাচ্ছে, তাতে আমরা ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে যথেষ্ট আশাবাদী।’

এ সময় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পারস্পারিক সহযোগিতায় এ বিশ্ব একদিন ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত হবে। আমরা গোটা বিশ্বকে না পারলেও দক্ষিণ এশিয়াকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করব, এ বিশ্বাস আমরা রাখি।’

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রমুখ উপস্থিত ছিলেন।