ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৮৭ জন
- ১১ জুন, ২০২০
নিজস্ব প্রতিবেদক |
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩৭ জন। মোট ১৫৭৭২ জনের নমুনা পরিক্ষা করে আক্রান্ত ধরা পড়েছে ৩১৮৭ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭৮০৫২ জনে। মোট মৃত্যুবরণ করেছে ১০৪৯ জন। স্বাস্থ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাঃ নাসিমা সুলতানা দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, করোনা রুগী আমাদেরই একজন। নিরাপদ সামাজিক দুরুত্ব বজায় রেখে সহযোগিতার আহ্বান করেন তিনি।