শিরোনাম :

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫

এবার বাংলাদেশকে ‘অনুন্নত দেশ’ বলল ভারতের আরেক গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী  করোনা পরিস্থিতিতে একেবারেই স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। এ অবস্থায় বাংলাদেশকে বিশাল এক বাণিজ্যিক সুবিধা দিয়েছে চীন। দেশটি বাংলাদেশের ৫ হাজার ১৬১টি পণ্যের উপর থেকে সম্প্রতি শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু চীন এ ঘোষণা দেয়ার পরই ভারতের গণমাধ্য আনন্দবাজার চীনের এই সহযোগিতাকে বাংলাদেশে জন্য খয়রাতি বলে আখ্যায়িত করেছে।

এনিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছেন।আনন্দবাজার পত্রিকাকে ধিক্কার জানাচ্ছেন।

মানুষের এ ক্ষোভের রেশ কাটকে না কাটতেই ভারতের আরেক বাংলা পত্রিকা দৈনিক বর্তমান বাংলাদেশকে ‘অনুন্নত দেশ’ বলে আখ্যা দিয়েছে।    ‘এবার বাংলাদেশকে পাশে পেতে
বিপুল করছাড় ঘোষণা চীনের’ শিরোনামের একটি নিউজকে পত্রিকাটি উল্লেখ করেছে,  ‘নেপালের পর বাংলাদেশকেও পাশে পেতে উদ্যোগী হল চীন। ‘অনুন্নত দেশ’ হওয়ার সুবাদে রপ্তানি করা ৫ হাজার ১৬১টি পণ্যের উপর থেকে সম্প্রতি শুল্ক তুলে নেওয়ার জন্য চীনের কাছে আর্জি জানিয়েছিল বাংলাদেশ। সেই আর্জি মেনে ৯৭ শতাংশ শুল্ক ছাড়ের কথা ঘোষণা করেছে বেজিং। আর এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে ১৬ জুন। বিশেষজ্ঞরা বলছেন, বিনাস্বার্থে এতবড় করছাড়ের সিদ্ধান্ত মোটেই নেয়নি বেজিং। ইতিমধ্যে ৩ হাজার ৯৫টি বাংলাদেশি পণ্যকে শুল্ক ছাড় দিয়ে থাকে চীন। নতুন করে আরও পণ্যের উপর শুল্ক ছাড়ের অর্থ পরিষ্কার- বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে চীন। তাঁরা মনে করিয়ে দিয়েছেন, নেপালকেও এভাবেই বশে আনছে বেজিং। ভারতীয় এলাকাকে নিজেদের দাবি করে নেপালের মানচিত্র প্রকাশ করার পিছনেও চীনের ইন্ধন রয়েছে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন।’

ডিএন/জেএএ