শিরোনাম :

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫

স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত মুর্তজা বশীর

নিজস্ব প্রতিবেদক।

স্ত্রী আমিনা বশীরের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত শিল্পী, ভাষা সংগ্রামী মুর্তজা বশীর।

শনিবার বাদ আসর বনানী কবরস্থানে মুর্তজা বশীরের দাফন সম্পন্ন হয়েছে। এদিন সকাল ৯টা ১০ মিনিটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী মুর্তজা বশীর। দুপুরে মরদেহ মণিপুরি পাড়ায় তার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে হাউজিং সোসাইটির ব্যবস্থাপনায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মুর্তজা বশীর দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয়। তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।

ডিএন/সিএন/জেএএ/৭:২২পিএম/১৫৮২০২০২২