আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
খেলনা ভেবে ককটেল হাতে, বিস্ফোরণে শিশু আহত
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় খেলনা ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আলো নামে (৮) এক শিশু গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকায় গনকা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আলো একই এলাকার আলী হোসেনের মেয়ে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আলো দাদী নাসিমা বেগমের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় পুকুর পাড়ে কুড়িয়ে পাওয়া একটি ককটেল নিয়ে খেলার সময় তা বিস্ফোরিত হলে আলো গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়ারেশ আলী মিয়া জানান, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।