শিরোনাম :

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ইউকে বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার দাবি যুবলীগের

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “গণতন্ত্র উদ্ধার আন্দোলনের ডাক” নামের একটি পেইজ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার, কটূক্তি ও কুৎসা রটনার প্রতিবাদে ইস্ট লন্ডন বিএনপি নেতা মোহাম্মদ আশিকুর রহমানের বিরুদ্ধে পল্টন থানা যুবলীগ মানববন্ধন করেছে গতকাল। রাজধানীর পল্টন থানা যুবলীগের সভাপতি শাহাব উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন পল্টন থানা যুবলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

যুবলীগ নেতৃবৃন্দ দাবী করেন, যুক্তরাজ্যের ইস্ট লন্ডন শাখা বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান আশিক দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তথ্য-প্রযুক্তি আইন লঙ্ঘণ করে তার এসব কার্যকলাপ দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তাই উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী কাজের অপরাধে তাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও বিচার কার্যকর করতে সরকারকে উদ্যোগ নেওয়ার জোরালো দাবি জানান তারা।