শিরোনাম :

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বিদায় বেলায় এরশাদকে কী বাণী দিয়ে গেলেন পঙ্কজ শরণ?

0001নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান সাবেক হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। রাজধানীর বারিধারাস্থ এরশাদের পার্ক রোডের বাসায় গতকাল সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। জানা গেছে ঘণ্টাব্যাপী ওই সাক্ষাতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আর শক্তিশালী ও উচ্চতর হবে বলে তারা উভয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতীয় বিদায়ী দূতের সঙ্গে পার্টির চেয়ারম্যানের বৈঠকের বিষয়ে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছেÑ ঢাকায় দায়িত্বপালন কালে সহযোগিতার জন্য এরশাদকে ধন্যবাদ জানান পঙ্কজ শরণ। পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিএম কাদের ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এ সময় উপস্থিত ছিলেন।