আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে এবার জাতীয় ঐক্যের ডাক জয়ের
নিজস্ব প্রতিবেদক: দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। তবে, এ ঐক্যে তিনি নাম উল্লেখ না করে বিএনপি-জামায়াতকে চান না বলেও জানান। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার অঙ্গীকার’ শীর্ষক এক সভায় তিনি এ ডাক দেন।
জয় দেশবাসীর উদ্দেশে বলেন, আসুন ঐক্যবদ্ধ হই। দেশকে এগিয়ে নিয়ে ঐক্যবদ্ধ হই। উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হই, কাজ করি। জাতীয় পতাকা, জাতীয় সংগীত আর জাতীয় স্লোগান নিয়ে এগিয়ে যাই।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে মুক্তিযুদ্ধের চেতনায় বিএনপি-জামায়াতের নাম উল্লেখ না করে জয় বলেন, শুধু তাদের বাদ দেবো যারা রাজাকার, আল-বদর, আল-শামস যুদ্ধাপরাধী। সেই সঙ্গে সন্ত্রাসী-জঙ্গিবাদ। তাদের আমি চাই না। আর যারা যুদ্ধাপারাধীদের ফিরিয়ে এনে রাষ্ট্রীয় পতাকা দিয়েছেন, জঙ্গিদের আশ্রয় দেয় প্রশ্রয় দেন তাদের আমি চাই না। এছাড়া আসুন, সবাই ঐক্যবদ্ধ হই।