শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নিষিদ্ধ ও সুরঞ্জিতকে আ’লীগ থেকে বহিষ্কারের দাবি ওলামা লীগের

olama ligনিজস্ব প্রতিবেদক: ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামী দলের উদ্যোগে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী। এছাড়া বক্তব্য রাখেন ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ীসহ ১৩টি ইসলামিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন পবিত্র ঈদে মিলাদুন নবী (সা:) যথাযথভাবে পালনসহ ১০ দফা দাবি তুলে ধরেন। তারা ঈদে মিলাদুন্নবী সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পালন, সব শ্রেণির পাঠ্যপুস্তকে হযরত মুহাম্মদ (সা:) এর সুমহান জীবনী বাধ্যতামূলক, দেশব্যাপী মুসলমানদের উৎসব ভাতা প্রদান; ব্লগে, ওয়েবসাইটে, ইন্টারনেটে ইসলাম অবমাননাকর লেখা পোষ্ট করলে পুলিশকে বাদী হয়ে মামলা ও সর্বোচ্চ শাস্তি প্রদান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নিষিদ্ধ ঘোষণা, সুরঞ্জিত সেন গুপ্তকে অসাম্প্রদায়িক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার, আইএস’র তৎপরতা বন্ধ; জাগো হিন্দু পরিষদ, ইসকন, হিন্দু বীর যুব সংঘ, বঙ্গসেনা, বঙ্গভূমি আন্দোলন, হিন্দু মহাজোট, বেদান্ত সাংস্কৃতিক মঞ্চ, সনাতন মৈত্রী সংঘ, আর্য সমাজ এর কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়।

হিন্দু উগ্রবাদিদেরকে সুরঞ্জিত সেনগুপ্ত মদদ দিচ্ছে বলেও উল্লেখ করেন বক্তারা। এসব উগ্র হিন্দুরা চরম সাম্প্রদায়িক, ভীষণ উগ্রবাদী ও মৌলবাদী ও কট্টর মুসলিম বিদ্বেষী হওয়ায় মুসলমান ও ইসলাম ধর্মের বিরুদ্ধে উস্কানী দিচ্ছে বলেও দাবি করেন বক্তারা।
তারা বলেন, এদেশে যেখানে সাম্প্রদায়িকতার কোনো অস্তিত্ব ছিল না সেখানে এখন উগ্র হিন্দু মৌলবাদী জঙ্গি সংগঠনগুলো মাথাচড়া দিয়ে উঠেছে।