পৌর নির্বাচন হবে শাসকদলের মনের মতো: রিজভী

Rizvi-2নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার পৌর নির্বাচন গায়ের জোরে নিজেদের দখলে রাখতে চায়। তাই তারা এখন থেকে বুক ফুলিয়ে সন্ত্রাসের ঘোড়ায় চেপে বসেছে।’ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘পৌর নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার মদমত্তে শাসকদলের এমপি, মন্ত্রী, নেতাকর্মীরা সাধারণ ভোটারদের মানুষ বলে গণ্য করছেন না, জনমতকে কেয়ার করছেন না। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়।’

তিনি বলেন, ‘ভোট বিহীন সরকারের রাষ্ট্র পরিচালনার সৌজন্যে দেশে শান্তি, স্বস্তি, সম্প্রীতির শব্দগুলি এখন আর প্রচলন নেই। তবে ক্ষমতাসীন দলের ল্যাবরেটরিতে উৎপন্ন সন্ত্রাস শব্দটি স্বমহিমায় বিরাজমান। রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে দূর্বৃত্তায়ন বাড়তে বাড়তে দেশকে নিয়ে যাওয়া হয়েছে ধ্বংসের দিকে।’

নির্বাচনী এলাকাগুলোতে ক্ষমতাসীনদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে রিজভী বলেন, নির্বাচনী এলাকাগুলোতে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। সরকার বাহিনীর হাতে গুম-খুন-ক্রসফায়ারসহ সকল বিচারবহির্ভূত হত্যার দৃশ্য জমে উঠেছে প্রতিদিন। এতে আশঙ্কা আরো বাড়ছে যে, নির্বাচন ভোটারদের নয়, শাসকদলের মনের মতো হবে।

রিজভী বলেন, ‘সংবিধান নির্বাচন কমিশনকে স্বাধীন সত্তা দান করেছে দেশের সকল পর্যায়ের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন নিজেদের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে ক্ষমতাসীনদের আগ্রাসনের কাছে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের তাদের সার্বভৌম কর্তৃত্ব বিলিয়ে দেয়ার কারণেই তাদের নির্দেশনার পাত্তা দিচ্ছে না রিটার্নিং অফিসার, সংসদ সদস্য, মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আইন শৃঙ্খলা অবস্থা সামলানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাওয়া কমিশনের আত্মবিলুপ্তির আরেকটি নিদর্শন। এটি যেন হরিণের নিরাপত্তার জন্য বাঘের কাছে সহায়তা চাওয়া।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের এই সমস্ত নতজানুমূলক কর্মকাণ্ডে এটা মনে হয় যে, কমিশনের মেরুদণ্ড শক্ত হাড় দ্বারা নয় বরং পাটকাঠি দ্বারা নির্মিত।’

রিজভী বলেন, ‘বর্তমান গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মধ্যে যে বিবাদ সেটিকে ক্ষমতাসীনরা মিমাংসা করতে চায় সহিংস পথে। আসলে সরকার নিজেদের অবৈধ অস্তিত্ব নিয়ে সারাক্ষণ টেনশনে থাকেন। তাই তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে।’
এসময় তিনি সারাদেশে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

Print Friendly, PDF & Email