ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
আ.লীগ ক্ষমতায় এলেই গণতন্ত্র নির্বাসিত হয়ঃ আহমেদ আজম
নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যতে যে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. আহমেদ আজম খান। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বন্ধু দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দলের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘কীর্তিমান অমর জিয়া’ শীর্ষক এই আলোচন সভা অনুষ্ঠিত হয়।
আহমেদ আজম খান বলেন, বর্তমান কতৃত্ববাদীরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে জেনেও বিএনপি বিদেশিদের কাছে তাদের নির্বাচন নামে নির্লজ্জ প্রতারণা তুলে ধরার জন্য ভবিষ্যতে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে।
আওয়ামী লীগকে ষড়যন্ত্রের দল উল্লেখ করে তিনি বলেন, তারা (আ.লীগ) যতবারই ক্ষমতায় এসেছে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে অর্থাৎ তারা ক্ষমতায় এলেই গণতন্ত্র নির্বাসিত হয়।
জনগন চাইলে বিএনপিকে অবৈধ ঘোষণা করা হবে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, এদেশের ৮০ ভাগ জনগনের প্রিয় দল বিএনপি। সেই দলকে নিষিদ্ধ করলে জনগনই তার দাত ভাঙ্গা জবাব দিবে।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ মোস্তমা জামান লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহম্মাদ আনোয়ার প্রমুখ।