ইউপি নির্বাচনেও দলীয় মনোনয়ন দেবেন শেখ হাসিনা

0নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও দলীয় প্রার্থী মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা শেষে এ কথা জানান দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
তবে এর আগে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীর স্বাক্ষরে মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়া হলে বিএনপি এর সমালোচনা করেছে।

মাচের্র শেষের দিকে প্রায় ৬০০ ইউপিতে নির্বাচনে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার প্রথম বারের মত দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি তফসিল ঘোষণা করা হবে। দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। বাকিগুলোতে মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে নির্বাচন হবে।

আবদুস সোবহান বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। কারণ এটা নৌকা প্রতীকের নির্বাচন।’

তিনি বলেন, জেলা-উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকেরা আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করবেন। এরপর তাঁদের নাম কেন্দ্রে পাঠানো হবে। তৃণমূল থেকে একক প্রার্থী পাঠালে সেটাতে কেন্দ্র হস্তক্ষেপ করবে না। তবে একাধিক প্রার্থী পাঠালে সেখানে কেন্দ্র হস্তক্ষেপ করবে। এরপর মাঠ পর্যায়ে খোঁজ-খবর নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

বৈঠক শেষে বেরিয়ে সেখানে উপস্থিত একাধিক নেতা বলেন, গত পৌর নির্বাচনে এমপিদের হস্তক্ষেপে প্রার্থী মনোনয়ন দিতে হিমশিম খেতে হয়। এবারের ইউপি নির্বাচনে তাদের পরামর্শ না নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

Print Friendly, PDF & Email