ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
রায় লেখা নিয়ে বিএনপি ধূম্রজাল সৃষ্টি করছেঃ হানিফ
নিজস্ব প্রতিবেদকঃ প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে বিএনপি বিভ্রান্তিকর তথ্য দিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। হানিফ বলেন, আমাদের দেশে প্রধান বিচারপতিরা সাধারণত কর্মকালীন সময়ে যে রায় দেন, সময় না পাওয়ার কারণে অবসরের পরেও তার পূর্ণাঙ্গ রায় লিখে থাকেন। এই প্রক্রিয়াকে যুক্তিযুক্ত নয় বলে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন। তার মানে কর্মকালীন সময়ে তার দেওয়া রায় যে অযৌক্তিক এমন কোনো মন্তব্য তিনি করেননি। অথচ বিএনপি সেটা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে। এসময় তিনি বলেন, বিএনপির এই অপচেষ্টায় কোনো লাভ হবে না। তিনি আরও বলেন, ব্যাংক কর্মকতা রাব্বীকে নির্যাতনের জন্য যে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে। তা এরই মধ্যে আংশিক সত্য বলে প্রমাণিত হয়েছে। তাই আমরা চাই, ওই পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনা হোক। এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।