ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
চারটি ছাড়া বাকি আ.লীগের সব অঙ্গ সংগঠন ভুঁইফোড় ব্যবসা প্রতিষ্ঠানঃ ইনু
ফেনী প্রতিনিধিঃ আওয়ামী লীগের চারটি অঙ্গ সংগঠন ছাড়া বাকি সব ভুঁইফোড় ব্যবসা প্রতিষ্ঠান বলে মন্তব্যে করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার দুপুরে জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এখন অনেকে বঙ্গবন্ধুকে বিক্রি করে খায়। আবার কেউ পীর সাহেবকে বিক্রি করে খায়। প্রজন্মলীগ, নৌকার নতুন প্রজন্ম এসব কিছু লোকের ব্যবসা।’
উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সংখ্যা সাতটি। এগুলো হলো- মহিলা আওয়ামী লীগ, যুবলীগ. কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতী লীগ ও যুব মহিলা লীগ। এছাড়া ছাত্রলীগ ভ্রাতৃপ্রতীম সংগঠন।
তথ্যমন্ত্রী বলেন, অনলাইন নীতিমালা করা হচ্ছে। আইন থাকলে সাংবাদিক ও পত্রিকার জন্য ভালো। ডিক্লারেশন বাতিল করতে কষ্ট হবে। নানা অপরাধের সঙ্গে সম্প্রতি সাইবার অপরাধ যোগ হয়েছে। এসব অপরাধ বন্ধ করতে নীতিমালা করা হবে। সম্প্রচার নীতিমালার যে পয়েন্টে ভিন্নমত আছে আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন- ফেনীর পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার সার্কেল আমিরুল ইসলাম, জাসদের ফেনী জেলা সভাপতি ইঞ্জিনিয়ার সফিউদ্দিন আহমেদ বেলাল প্রমুখ।