• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সরকার বিএনপির কাউন্সিল ভণ্ডুলের ষড়যন্ত্রে লিপ্তঃ নোমান

Noman-pressনিজস্ব প্রতিবেদকঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে সরকার বিএনপির কাউন্সিল ভণ্ডুলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলমান আন্দোলনের নেত্রী, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেত্রী, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নেত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বহু মামলা দিয়েছে। সর্বশেষ যে মামলা করেছে, তাতে তাদের লক্ষ্যই হচ্ছে, আমরা মার্চে যে সুসংগঠিত কাউন্সিল করতে যাচ্ছি, তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কাউন্সিলের সফলতা বিনষ্ট করা। এটা তাদের একটি দূরভিসন্ধিমূলক ষড়যন্ত্র। তবে সব ষড়যন্ত্র ও দূরভিসন্ধি মোকাবেলা করে কাউন্সিলের কাযর্ক্রম অব্যাহত থাকবে। আজ দুপুরে শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে সদ্য কারামুক্ত ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে নিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।  আবদুল্লাহ আল নোমান বলেন, আমরা এখনও কাউন্সিলের ভেন্যু পাইনি। এই ভেন্যু না দেয়াটাও একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। সরকার এই ষড়যন্ত্র করছে। তারা আমাদের নেত্রীকে কাউন্সিলের কর্মকা- থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। সরকারের কাছে আমাদের দাবি, এটা আমাদের অধিকার। গণতান্ত্রিক রাজনীতিতে বহুদলীয় রাজনীতিতে বিরোধী দলের যে স্পেস থাকে, সেই স্পেসে আমাদের কাউন্সিল করার অধিকার আছে। সেখানে আমাদের স্থান পাওয়ারও অধিকার রয়েছে। তিনি বলেন, শহীদ জিয়া যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সে গণতন্ত্র ফিরে পেতে খালেদা জিয়া আপসহীনভাবে লড়াই করছেন। এ লড়াইয়ে জনগণ জয়ী হবেই হবে। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email