• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সরকারের মুখপাত্রের ভূমিকায় নির্বাচন কমিশন : রিজভী

01নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশন সরকারের মুখপাত্র হয়ে কাজ বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইসি আগেই তাদের প্রতি আস্থা ক্ষুন্ন করেছে। ইতিপূর্বে ইসির স্বাধীন ও স্বতন্ত্র সত্ত্বা আমরা দেখতে পাই নি। সরকারের অনুগত হয়ে কাজ করছে তারা। ইসির তাদের অধিকার প্রয়োগ করে নি। বরং সরকারের মুখপাত্র হয়ে কাজ করছে। রাত ৩টার মধ্যে ভোটের ব্যলট বাক্স ভরে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আজ নির্বাচন কমিশনে এসে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন দেয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও নমুনা স্বাক্ষর জমা দেয় বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ ক্ষমতা দেয় দলটি। কমিশন সচিবালয় থেকে বেরিয়ে রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, আমাদের প্রার্থীদের (ক্ষমতাসীনরা) শুধু ভয়ভীতি নয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। আমাদের সম্ভাব্য প্রার্থীরা এখন বাড়ি-ঘর ছাড়া। যাতে ধানের শীষের প্রার্থীরা ভালো করে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সে জন্য এসব করা হচ্ছে। বিএনপির এই নেতা আরও বলেন, গণতন্ত্রের মুখোশ পরে তারা দলীয় শাসন প্রতিষ্ঠার সব কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। তৃণমূল পর্যন্ত তাদের লোকবল প্রতিষ্ঠার জন্যই এই নির্বাচন করছে। তিনি বলেন, গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। এরপরও গণতন্ত্র চর্চার অংশ হিসেবে ইউপি নির্বাচন যাচ্ছি আমরা। আওয়ামী লীগ গত নির্বাচনগুলোয় যা করেছে এবারও কি হবে তা অনুমান করা যায়।

Print Friendly, PDF & Email