ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক।
আগামী ১ সেপ্টেম্বর দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, গত ১৬ আগস্ট দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। এছাড়া, পর্যায়ক্রমে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানাবে। বিকেল সাড়ে ৩টায় বুদ্ধিজীবীদের অংশগ্রহণে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রিজভী বলেন, ইতিমধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ছাপানোর কাজ শেষ হয়েছে। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
তিনি জানান, দেশব্যাপী বিএনপির সব ইউনিট ১ সেপ্টেম্বর সকাল ৬টায় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করবে। সুবিধানুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দলের জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলো দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে। অনুরূপভাবে সারা দেশে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।