আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
হজে নিষেধাজ্ঞা না মানলে ১০ হাজার রিয়াল জরিমানা
দেশনিউজ ডেস্ক।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে এবারের হজে মুজদালিফা, মিনা ও আরাফাতে প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার। এ নির্দেশ অমান্য করলে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে হাজিদের।
সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, করোনা সংক্রমণ রোধে নেয়া সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা অমান্য করলে শাস্তির বিধান অনুমোদন দিয়েছে সরকার। খবর আল আরাবিয়ার।
আগামী ২৮ জিলকদ (১৯ জুলাই) থেকে জিলহজের ১২ তারিখ (২ আগস্ট) পর্যন্ত অনুমতি ছাড়া নির্দিষ্ট পবিত্র স্থানে (মুজদালিফা, মিনা ও আরাফাত) প্রবেশ করে নিষেধাজ্ঞা অমান্য করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে।
দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি হবে দ্বিগুণ। কাবা স্পর্শও নিষিদ্ধ এবারের হজে।
ডিএন/আইএন/জেএএ/১০:৪২এএম/১৪৭২০২০৪