আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে তদন্তে নামলো শ্রীলঙ্কা
দেশনিউজ ডেস্ক।
২০১১ বিশ্বকাপের ফাইনাল ভারতকে ছেড়ে দেয়ার অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী ও সে সময়ের দলের অধিনায়ক এবং সিনিয়র ক্রিকেটাররা।
সাবেক ক্রীড়ামন্ত্রীর অভিযোগ অবশ্য বেশ গুরুত্বের সাথেই নিয়েছে লঙ্কান সরকার। সেই ফাইনাল পাতানো ছিল কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। দেশটির বর্তমান ক্রীড়ামন্ত্রী দুলাস আলাহাপেরুমা জানান, দুই সপ্তাহ পর তদন্তের অগ্রগতির প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নয় বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে প্রথমে ব্যাট করে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। ১০ বল বাকি থাকতে ছয় উইকেটের জয় তুলে নেয় ভারত। এতদিন পর গত বৃহস্পতিবার সেই ম্যাচ নিয়ে অভিযোগ তোলেন সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে। তার দাবি, ফাইনালটি ভারতের কাছে ‘বিক্রি’ করে দিয়েছিল লঙ্কানরা।
ডিএন/জেএএ