শিরোনাম :

  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বছরের শুরুতেই আসছেন লাদেন!

1বিনোদন ডেস্কঃ নতুন বছরের শুরুতেই দিকে দেখা মিলবে লাদেনের। বিস্মিত হওয়ার ইছু নেই। এই লাদেন আল কায়দা নেতা ওসামা বিন লাদেন নন। এটা অভিষেক শর্মার ‘তেরে বিন লাদেন-ডেড অর অ্যালাইভ’ ছবির লাদেন।

২০১০ সালে অভিষেক শর্মার এই ছবিটি আল কায়দা লাদেনের পরিচয়ে খবরের শিরোনামে এনে দিয়েছিল। ৬ বছর পর এই ফিল্মেরই পার্ট-টু রিলিজ করতে চলেছেন তিনি।

নির্মাতা সূত্রে জানা যায়, লাদেনের দ্বিতীয় কিস্তি হলেও প্রথম ছবিটির সঙ্গে এই ছবির কাহিনী সম্পূর্ণ আলাদা থাকবে।
ছবিটিতে অভিনয় করছেন মনীশ পাল, সিকন্দর, প্রধুমান শিঙ্গসহ আরো অনেকে।