শিরোনাম :

  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

স্বাস্থ্যখাতের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন : সচিব

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য খাতের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে টাক্সফোর্স গঠন করা হবে বলে জানিয়ছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো.আব্দুল মান্নান।

সোমবার (২০ জুলাই) সচিবালয়ে কোভিড-১৯ জাতীয় টেকনিক্যাল কমিটিল পরামর্শক কমিটির বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক স্বীকার করে নেন চলমান স্বাস্থ্য সেবা ইমেজ সঙ্কটে পড়েছে।

বৈঠকে অনলাইনে যোগ দেন কমিটির প্রধান ডা. মোহাম্মদ সহিদুল্লা। কয়েক দফা বলার পরও, এন্টিজেন এন্টিবড়ি টেস্টর অনুমতি এখন না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, জেকেজি ও রিজেন্টকান্ডে এই সঙ্কট আরও বেড়েছে।

করোনার ভ্যাকসিন যখনই আসবে তা দ্রুত সংগ্রহে বাংলাদেশ কাজ করছে বলেও জানান স্বাস্থ্য সচিব।

ডিএন/এইচএন/জেএএ/৫:২পিএম/২০৭২০২০২২