শিরোনাম :

  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

পাটুরিয়া ফেরিঘাটেও যানবাহনের দীর্ঘ লাইন

মানিকগঞ্জ প্রতিনিধি।

ঈদে নাড়ির টানে ছুটে চলা ঘরমুখো হাজারো যাত্রী আর যানবাহনের দুর্ভোগ এখন পাটুরিয়া ফেরিঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কে। আজ শুক্রবার পাটুরিয়া ফেরিঘাট থেকে মহাসড়কের বি‌ভিন্ন জায়গায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

ঘাট-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পাটুরিয়া ঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষ ও যাত্রীবাহী বাসের চাপ বাড়তে শুরু করে। কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে দিবাগত রাত থেকে পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে উঠতে ও নামতে যানবাহনের বিশৃঙ্খলা দেখা যায়। ফেরিতে আগে ওঠার প্রতিযোগিতায় ঘাট এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, গতকাল রাতে প্রায় তিন ঘণ্টা ফেরি থেকে যানবাহন আনলোড এবং লোড করা বন্ধ থাকায় ঘাট এলাকায় বিপুলসংখ্যক যানবাহন ও যাত্রীর চাপ পড়েছে।

ডিএন/ঈএন/জেএএ/৩:৩৩পিএম/৩১৭২০২০১৯