ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি।
স্ত্রীকে অফিসে পৌঁছে দিতে মোটরসাইকেলে করে নিয়ে গিয়েছিলেন স্বামী হুমায়ুন আহমেদ। কিন্তু স্ত্রী ইয়াসমিন বেগম আর অফিসে প্রবেশ করতে পারলেন না। অফিসের গেটের সামনেই ঘাতক বাসের চাপায় পরপারে চলে গেলেন স্বামী-স্ত্রী দুইজন।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হুমায়ন আহম্মেদ ঢাকা সিটি করপোরেশনে চাকরি করতেন। ইয়াসমিন বেগম মুলজান পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সেক্টরে কর্মরত ছিলেন। হুমায়ন আহম্মেদের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ট্যানারি মোড় এলাকায়।
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা বলেন, ‘সকালে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সেক্টরে কর্মরত ইয়াসমিনকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য তার স্বামী হুমায়ন মোটরসাইকেল করে নিয়ে আসছিলেন। অফিস গেটের সামনে গোল্ডেন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হুমায়ন। মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পর ইয়াসমিনকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
ডিএন/এএন/জেএএ/১১:১০এএম/৬৮২০২০৭