ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
সেই ওএসডি আমিনুল হাসানকে ‘অধ্যক্ষ’ হিসেবে পদায়ন
নিজস্ব প্রতিবেদক।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আমিনুল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর এবার ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান আজ সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রোববার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আমিনুল হাসানকে আগামী তিন দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে গত ২৩ জুলাই আমিনুল হাসানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
এর আগের দিন, একই ঘটনায় পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আবুল কালাম আজাদ।
ডিএন/এইচএন/জেএএ/৩:৪২পিএম/১৭৮২০২০১৭