শিরোনাম :

  • শনিবার, ১০ মে, ২০২৫

করোনায় একদিনে আরও ৪৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩২০০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৪০ জনে। মোট শনাক্ত দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৩৪ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৬২ হাজার ৮২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৩৫টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

ডিএন/এএন/জেএএ/৩:৪১পিএম/১৮৮২০২০১৬