শিরোনাম :

  • শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

করোনা কেড়ে নিল আরও ৪১ প্রাণ, নতুন আক্রান্ত ২৭৪৭

নিজস্ব প্রতিবেদক।

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন মারা গেছে। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৭৪৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৮১ জনে। মোট শনাক্ত দুই লাখ ৮৫ হাজার ৯১ জনে দাঁড়িয়েছে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৭২শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ১৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

ডিএন/সিএন/জেএএ/৭:২পিএম/১৯৮২০২০২২