ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
করোনায় কুমিল্লার সাবেক সিভিল সার্জনের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি।
৭২ বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লার সাবেক সিভিল সার্জন ডা. মতিন পাটোয়ারীর। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
আজ শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ডা. মতিন পাটোয়ারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট ছিল। তবে, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।’
মুক্তিযোদ্ধা ডা. আবদুল মতিন পাটোয়ারীর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে। ২০০৬-০৭ সালে তিনি কুমিল্লায় সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার আশরাফপুরে বসবাস করতেন।