শিরোনাম :

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ভারত-মেক্সিকো-নরওয়ে-আয়ারল্যান্ড নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য

দেশনিউজ ডেস্ক।

২০২১ ও ২০২২ সালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবার অস্থায়ী নতুন চার সদস্য দেশ নির্বাচিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে নির্বাচিত এই চার সদস্য হলো ভারত, মেক্সিকো, নরওয়ে এবং আয়ারল্যান্ড। তবে প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হয় জিবুতি ও কেনিয়া। ফলে বৃহস্পতিবার দ্বিতীয় দফা ভোট হওয়ার কথা।

তবে দীর্ঘদিন তারকাদের নামিয়ে প্রচারণা চালানোর পর ভোটে আরো একবার পরাজিত হয়েছে কানাডা। একে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য এক বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এশিয়া-প্রশান্ত অঞ্চলে মোট ১৯২টি দেশের মধ্যে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ভারত। তবে তারা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে বিজয়ী হওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে অনেকদিনই।

কিন্তু সফলতা আসছে না তাতে। তবে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার অর্থ হলো এখন চীনের সঙ্গে এক টেবিলে বসার সুযোগ পাবে ভারত। লাদাখে যখন দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তখনই এমন ঘটনা ঘটে গেছে জাতিসংঘে।

ওদিকে এর আগে আফ্রিকার দেশগুলো তাদের নিজেদের প্রার্থী বাছাই করে তাকে বিজয়ী করে নিয়েছে। তবে এবার তারা একক একটি দেশকে সামনে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে। এবার জিবুতির বিরুদ্ধে কেনিয়া পেয়েছে ১১৩ ভোট। জিবুতি পেয়েছে ৭৮ ভোট। আফ্রিকান ইউনিয়নের সমর্থন পেয়ে থাকে কেনিয়া। কিন্তু জিবুতির দাবি, নাইরোবি এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অংশগ্রহণ করেছে, তাই ওই আসনটি তাদের পাওয়া উচিত।

ডিএন/জেএএ