শিরোনাম :

  • সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নমুনা না দিয়েই সাংবাদিকের করোনা পজিটিভ!

চট্টগ্রাম প্রতিনিধি।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা না দিয়েই করোনা পজিটিভ হওয়ার মেসেজ পেয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত নাম্বার থেকে নিজের মোবাইল নাম্বারে করোনা পজিটিভ উল্লেখ করা অফিসিয়াল এসএমএসটি পান সাংবাদিক এম এ হোসাইন।

মেসেজে উল্লেখ করা হয়েছে , গেল ১৭ জুন করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা নমুনা দেন  চট্টগ্রামের বাসিন্দা এম এ হোসাইন । একইদিনে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে।

অথচ এম এ হোছাইন জানান , গেল ১৭ জুন তিনি ঢাকা অথবা চট্টগ্রামে কোথাও নমুনা দেননি ।

তিনি  আরও জানান ,  গেল ছয় জুন নুমনা দিয়েছিলাম । তার ১৪ দিন পরে ১৯ জুন করোনা পজিটিভ ফলাফল পেয়েছি। নমুনা দিয়ে ১৪ দিন পরে রিপোর্ট পেয়েছিলাম  আর নমুনা না দিয়ে পজিটিভ রিপোর্ট পেলাম । সামনে কী আছে আল্লাহ জানে।

ডিএন/জেএএ