আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে বুড়িগঙ্গা সেতু
নিজস্ব প্রতিদেবক।
উদ্ধারকারী জাহাজের আঘাতে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামত কাজ শেষে গতকাল মঙ্গলবার রাতেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
আজ বুধবার ভোরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেতুটি সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়ছে।
গত সোমবার বুড়িগঙ্গা নদীতে এক লঞ্চডুবির ঘটনার ৩৪ জনের প্রাণহানি ঘটে। ডুবন্ত লঞ্চটি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ আসার সময় বুড়িগঙ্গা সেতু ক্ষতিগ্রস্ত হয়।
ডিএন/আরএন/জেএএ