আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ডিবি পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে আরও দুই জনকে।
পুলিশের দাবি, তারা সবাই মলম পার্টির সদস্য। ঘটনাস্থল থেকে পিস্তল, চাপাতি ও গামছা উদ্ধারের কথা জানানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে সংঘবদ্ধ একদল মলম পার্টির সন্ধান পান তারা। চক্রটি বেশ কয়েক মাস ধরে কখনো সিএনজি চালক, কখনও বা যাত্রী সেজে সিএনজি যাত্রীদের অজ্ঞান করে ছিনতাই করে আসছিলো। বাঁধা পেলে যাত্রীদের গলায় গামছা পেচিয়ে হত্যা করতেও দ্বিধা করতো না। এ চক্রের বেশ কয়েকজনকে ধরতে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এ দলটির দুই সদস্য নিহত হয়।
গোয়েন্দা পুলিশের গুলশান জোনের ডিসি মশিউর রহমান জানান, রাত হলেই এ দলটি ৩শ ফিট এলাকায় ছিনতাই করতো। যে দুই জনকে আটক করা হয়েছে তারা গামছা পেচিয়ে যাত্রীদের হত্যার কথা স্বীকার করেছেন।
ডিএন/সিএন/জেএএ/১০:৪এএম/০৬০৭২০২০৩