আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মহসিন নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।
তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযানে গেলে সন্ত্রাসীরা র্যাবের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে মহসিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে শাহাদত বাহিনীর একজন পেশাদার খুনি ছিল।
ডিএন/সিএন/জেএএ/১০:৮এএম/৩১৭২০২০৮