আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
স্বামী চলে গেল বাসার বাইরে, গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণ করল বন্ধু !
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর রামপুরায় এক গৃহবধূকে তার স্বামীর বন্ধু ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল রোববার ধর্ষণের শিকার ঐ নারী রামপুরা থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত মোহর আলীকে (২৮) গ্রেপ্তার করে।
গতকাল রাতেই ফরেনসিক পরীক্ষার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয় ভুক্তভোগীকে।
মামলার নথির বরাত দিয়ে রামপুরা থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, ‘গত শনিবার রাত ১০টার দিকে ঐ নারী ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। এতে রাগ করে বাসার বাইরে চলে যান তার স্বামী। এরপর মোহর আলী ফোনে ঐ নারীকে জানান যে তার স্বামী মোহরের বাসায় এসেছেন। মোহরের বাসা তাদের বাসার কাছেই ছিল। তার স্বামীকে বাসায় ফিরিয়ে নেওয়ার জন্য আসতে বলেন মোহর।’
তিনি আরও বলেন, ‘স্বামীকে বাসায় ফেরানোর জন্য এসে সেখানে তাকে পাননি ঐ নারী। এরপর মোহর তাকে ধর্ষণ করে।’
ডিএন/সিএন/জেএএ/৩:৫০পিএম/১৭৮২০২০১৮