আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
এবার মিটফোর্ড হাসপাতাল থেকে পালালো কয়েদি
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে মিন্টু মিয়া (২৮) নামে এক আসামি পালিয়ে গেছেন। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
কারা সূত্র জানায়, চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মিন্টুকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে গতকাল শুক্রবার রাতে তাকে হাসপাতালে পাঠানো হয়।
মিন্টু মিয়া টাঙ্গাইলের গোপালপুর থানায় করা মাদকদ্রব্য বিষয়ক মামলার আসামি। তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ নানা অসুখে ভুগছেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বলেন, মিন্টুর সঙ্গে তিনজন কারারক্ষী ছিলেন। এরপরও তিনি কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মিন্টুর বাড়িতে লোক পাঠানোর ব্যবস্থা করছেন বলেও জানান কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ।