আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
মালয়েশিয়ায় তিন বাংলাদেশি গ্রেপ্তার
দেশনিউজ ডেস্ক।
ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র না থাকায় এবং ভুয়া ওয়ার্ক পারমিটধারী তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে মালয়েশিয়ায়। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে একজন প্রাইভেট ট্যাক্সির নারী চালককে।
কুবাং পাসু পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম বলেছেন, ৩৩ বছর বয়সী ওই নারীর চালানো একটি গাড়ি থামায় পুলিশ। এ সময় এর ভিতরে ছিল ৩০ থেকে ৩৬ বছর বয়সী তিনজন বাংলাদেশি। তাদেরকে কুয়ালালামপুরের সেন্তুল থেকে পারলিস কেতেরিতে নিয়ে যাওয়া হচ্ছিল।
তাদের গতি থামানোর পর চালক নারী বলেছেন, এই তিন ব্যক্তিকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য জনপ্রতি ৪৫০ রিঙ্গিত করে প্রস্তাব করেছেন এক বাংলাদেশি। কিন্তু তার পাওনা বুঝে দেয়া হয় নি। তিনি ওই যাত্রীদের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাড়িতে তুলে সেন্তুল ত্যাগ করেন।
পুলিশ বলেছে, আটক তিন বাংলাদেশি মালয়েশিয়ায় অবস্থান করছেন তিন বছর। তারা কুয়ালালামপুরের বিভিন্ন নির্মাণ সংস্থা ও আসবাবপত্র তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের কাছে যে পারমিট কার্ড আছে তা ভুয়া। তারা পারলিসে যাচ্ছিলেন নতুন কাজে। গাড়ির চালক নারীর আগের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তাতে ২৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। অন্যদিকে বিদেশি তিন নাগরিককে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
ডিএন/সিএন/জেএএ/৫:২পিএম/২২৮২০২০২১