শিরোনাম :

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫

করোনা টেস্টের রিপোর্ট দেখে ধর্ম প্রতিমন্ত্রীর দাফন

নিজস্ব প্রতিবেদক।
হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তবে তার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা পরীক্ষার ফলাফল আসলে তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বিষয়ে নিশ্চিত করেছেন।

শনিবার (১৩ জুন) রাতে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর পর দাফনের বিষয়ে তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রীর করোনাভাইরাসের নমুনা নেয়া হয়েছে। বেলা ১১টায় রিপোর্ট আসবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, রাত ১১টা ৪৫ মিনিটে সিএমএইচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশনিউজ/জেএএ