আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
আওয়ামী লীগের আয় বেড়েছে ৩৫ ভাগ
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের আয় বেড়েছে ৩৫ ভাগ। আজ বুধবার সকালে নির্বাচন কমিশনে দলটির পক্ষে প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া ২০১৯ সালের আয়-ব্যয়ের এ হিসাব তুলে দেন।
এতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে আওয়ামী লীগ আয় করেছে ২১ কোটি দুই লাখ ৪১ হাজার ৩৩০ টাকা। আর এ সময়ে ব্যয় হয়েছে আট কোটি ২১ লাখ এক হাজার ৫৭৫ টাকা।
২০১৮ সাল শেষে আওয়ামী লীগের হাতে অর্থ ছিল ২৭ কোটি ৫৬ লাখ টাকা। তাই খরচ বাদ দিয়ে ২০১৯ সাল শেষে আওয়ামী লীগের সর্বমোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ কোটি ৩৭ লাখ টাকা।
এ সময়ে আওয়ামী লীগ নমিনেশন ফরম ব্রিক্রি করে আয় করেছে ১২ কোটি ৩২ লাখ, সম্মেলন বাবদ আয় করেছে তিন কোটি দুই লাখ টাকা, ব্যাংক লভ্যাংশ পেয়েছে দুই কোটি ৩৩ লাখ টাকা এবং দলের সংসদ সদস্যদের চাঁদা এসেছে এক কোটি সাত লাখ টাকা।
সব মিলিয়ে ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে আওয়ামী লীগের ৩৫ ভাগ আয় বেড়েছে বলে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
ডিএন/পিএন/জেএএ/১০:৮পিএম/২৯৭২০২০২৯