শিরোনাম :

  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বাড্ডায় আ.লীগের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাড্ডা থানার ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ।

শনিবার বাদ যোহর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোবারক হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপ্লব রানা, বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ডলার ও যুবলীগ নেতা রাকিব রশিদ শিশির প্রমুখ।

মিলাদ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

ডিএন/পিএন/জেএএ/৩:২৩পিএম/১৫৮২০২০১৪