ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
নায়িকা পপি করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক।
করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি। খুলনার খালিশপুরের নিজ বাড়িতে থেকেই তিনি করোনার চিকিৎসা নিচ্ছেন।
পপির পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পপি। তিন দিন আগে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে পপির জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। আগামী সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন। পপি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। এখনো হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না।
দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার আগে থেকেই পপি গ্রামের বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি অসহায় ও দরিদ্র মানুষদের সহায়তাও করেছেন। পরিবারের ধারণা, ত্রাণ কার্যক্রমে অংশ নিতে গিয়েই করোনায় সংক্রমিত হয়েছেন পপি।
ডিএন/এফএন/জেএএ/৬:৪৪পিএম/২৪৭২০২০২৪