শিরোনাম :

  • সোমবার, ১২ মে, ২০২৫

বান্ধবীকে বিয়ে করছেন লিওনার্দো

দেশনিউজ ডেস্ক।

প্রেম নিয়ে কোনো লুকোচুরি নেই লিও ও ক্যামিলার। একাধিকবার প্রকাশ্যে দেখা গেছে তাদের

অনেক দিন ধরে প্রেম করছেন লিওনার্দো ডিকাপ্রিও ও ক্যামিলা মোরন। তাদের ভালোবাসা ভক্তরা কবুল করে নিলেও বিয়ের নিয়ে দুই তারকার কোনো মন্তব্য নেই। এখন এক প্রতিবেদন বলছেন, তারা বিয়ের পরিকল্পনা করছেন।

শোনা যাচ্ছে, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ অভিনেতা ইতিমধ্যে ক্যামিলাকে বিয়ে প্রস্তাব দিয়েছেন। আরও সুখবর হলো এ মডেলের পরিবার বিয়েতে সম্মতি দিয়েছেন। এটাও বলা হচ্ছে, তাদের নাকি বাগদান হয়ে গেছে।

ব্লকতরোর এক প্রতিবেদনে বলা হয়, বড় এই পদক্ষেপ নেওয়ার আগে ক্যামিলার বাবার সঙ্গে কথা বলেছেন লিওনার্দো। তিনি খুশি মনে তাদের আশীর্বাদ করেছেন।

তবে চলমান মহামারী পরিস্থিতির কারণে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়নি। ধারণা করা হচ্ছে আগামী বছর দুই পরিবারের কাছের মানুষদের নিয়ে বসবে বিয়ের আসর।

সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করতে যান ক্যামিলা। তখন তার হাতে বাগদানের আংটি চোখে পড়ে। এর পরই চারদিকে হইচই পড়ে যায়। ধারণা করা হচ্ছে, লিও ও ক্যামিলা বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।

তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি হলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর। বরং এই সময়টা বান্ধবীর সঙ্গে নিরিবিলিতে কাটাচ্ছেন।

গত বছর ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ মুক্তির পর নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি লিওনার্দো। তবে মার্টিন স্করসেজি জানিয়েছেন, তার পরের ছবি ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এ থাকছেন এ নায়ক। আলোচনায় আছে পুরোনো কিছু খবর। ২০১৫ ও ২০১৭ সালে যথাক্রম ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’ ও ‘দ্য ব্ল্যাক হ্যান্ড’ উপন্যাস অবলম্বনে অভিনয়ের ঘোষণা আসে। এ ছাড়া চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ও প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের বায়োপিকে অভিনয়ের কথা রয়েছে।

ডিএন/সিএন/জেএএ/৯:৩২এএম/২৭৭২০২০২